বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

আমি ডান দিকে রইনা, আমি বাম দিকে রইনা



আমি ডান দিকে রইনা, আমি বাম দিকে রইনা
আমি দুই দিকেতেই রই পরান জলাঞ্জলি দিয়া রে
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, আঁকিবুঁকি করি
আমি কেমনে মানুষ হই?
আমার মহান হবার সাধই জাগে
মহান হতে পারিনে
আমি যে সাধ আহ্লাদ ছাড়িনে!
মহা চিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কী পড়ে রবে?
বন্ধুরে...

আমি আগার দিকে যাইনা, আমি গোড়ার দিকে যাইনা
আমি দুই দিকেতেই রই কিছু থুইয়া, কিছু খুইয়া রে
আমি কেমনে মানুষ হই?
আমার দীর্ঘশ্বাস বাতাসে মিশে ছেড়ে যায় আমারে
না জানি কিসের অভিমানে!
মহা চিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কী পড়ে রবে?
বন্ধুরে...

আমি উপর দিকে যাইনা, আমি নিচের যাইনা
আমি মাঝপথে ঘুরি কিছু দিয়া কিছু নিয়া রে!
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, আঁকিবুঁকি করি...
আমি ডান দিকে রইনা, আমি বাম দিকে রইনা
আমি দুই দিকেতেই রই পরান জলাঞ্জলি দিয়া রে
[মহীনের ঘোড়াগুলি]