রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

টোটকা

রোগ হলে ঔষধ গিলতে হয়, কে না জানে! আমিও জানি।

শরীরের রোগ হলে যেমন পথ্য লাগে, মনের রোগ হলেও লাগে? আচ্ছা, যদি মনের রোগ না হয়ে যদি মন খারাপ হয়? মন খারাপ কী রোগ? না! তবে একটুতেই মন খারাপ করা রোগের প্রাথমিক লক্ষণ হলেও হতে পারে! (একটু মানে কী?) একটা সময়ের কথা মনে পড়ে, তখন কোন মানুষের মন খারাপ হলে আমাকে ফোন দিত- আমি কিভাবে যেন হাসিয়ে ফেলতাম! আমার নিজের মন খারাপ হলে ঘরের কোণে তখনও অহেতুক চুপ - কিংবা রাস্তায় অপরিচিত লোকের মাঝে হাঁটা! কিন্তু, খুব কম সময়ই অন্য কেউ এটাকে ঠিক করতে পেরেছে...

মজার ব্যাপার হলো, অন্য কারো কারণে মন খারাপ হলে সেটার মধ্যে রাগ ও ক্ষোভ থাকে অনেক! সেই রাগ ও ক্ষোভ দূর করলেই মন খারাপ কমে আসতে পারতো! - শুধু পারতো বললে ভুল হবে- মন খারাপ কমতে বাধ্য!
সেই কারণে মন খারাপ দূর করবার গোপন টোটকা তো আমি জানিই! কিন্তু কোন মানুষের সঙ্গে সেটা শেয়ার করলে কার্যকারিতা, তা চলে যেতে পারে!
তবে কেন সেটা ব্যাবহার করছিনা? আমার মন কেন খারাপ হলে ভালো করছিনা?

এই ইচ্ছাটা আনার টোটকাই বোধহয় আগে লাগবে!

পৃথিবীটা জ্ঞানী জ্ঞানী লোকজন দিয়ে ভর্তি! 

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

না সাজানো গল্প

অন্য সব কথার মত এটাও আবিষ্কার করেছিলাম...
ভাবতে শিখেছি, ভাবনাগুলো সাজাতে শিখিনি।
কালই ভাবছিলাম, ত্রিশ ছুঁই ছুঁই বয়স।
আর কত? এবার সাজাতেই হবে।
জীবন যে পূর্ণতায় এলো! 

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

দি চকোলেট টুইস্ট -১

বেশ ভালো একটা বেতনের লোভ ছেড়ে সরকারী চাকরীতে যোগদান করতে হচ্ছে। বিসিএস -এর এখনও একটু আধটু সম্মান আছে বলেই হয়তো। সরকারী চাকরীতে বেতন কম!
লোকের মত... ও ঘুষ খাবেন, বেতনের দরকার কী?
তাই বলি, দেখি যেয়ে কী হয়, তারপরে "দেখবোনে।"

তবে চকোলেট টুইস্টটা কোথায়?
এসএমএস পাওয়ার পর যখন শুনলে সরকারী চাকরীতে মাত্র ১৮০০০ হাজার টাকার বেতন, তখন?
-সে তো ভুল বলেনি!
-আর আমি জানি, সেই বেতন ওভারকাম করার ক্ষমতা আছে তোমার ও দোয়াও করি যাতে তা থাকে।

মাত্র ১৮০০০ হাজার টাকায় চলতে না পারলে বা নিজের অন্য কাজ করে চলতে পারলে... যেটাই হোকনা কেন? দুইটা কথার যেকোন একটা তো ফলবেই! আমি ঠিক একটা মনোবৃত্তি গজাবেই! এভাবেই।

একদম সহি!
মিস্টি মুখে তাই চকোলেট টুইস্ট!

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

যদি আমাকে জানতে সাধ হয়



যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
তোমারই নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে
যদি কখনও দেখতে মন চায় আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।

শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে
মনে করো সে আমার হাসি
সে আমার গান।

এখানে ঝরনা যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে
যদি কখনও পৌছতে মন চায় আমায় হারাবার ঠিকানায়
তবে নিজের হৃদয়ে তুমি দেখে নিও।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

জানি একদিন আমার জীবনী লেখা হবে [সতিনাথ মুখার্জি]


জানি একদিন আমার জীবনী লেখা হবে
সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়

যেদিন রবো না আর তোমাদের মাঝে
যদি এই তানপুরা আর নাহি বাজে
তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে
গেয়ো শুধু মোর গান
যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়।
জানি একদিন...

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

মনে পড়ে সেই সব দিন


মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গীন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন

ভালোবাসা কী যে যাদু
কী যে মধু আছে তার পাত্রে ভরা
সকলই নতুন লাগে, নতুন এ ধরা
মধুর কী যে সে ব্যথা
না বলা কত যে কথা
চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন
মনে পড়ে সেই সব দিন...


শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

আজ মিলন তিথীর পূর্ণিমা চাঁদ

“আজ মিলন তিথীর পূর্ণিমা চাঁদ ঘোঁচায় অন্ধকার।
ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।
সলাজে নত আঁখি...
... দু’টি চোখ ভরে দেখি...
যে আঁখির তারায় তারায় লেখা ছিলো নামটি আমার
স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যে তার।
হৃদয়ের এত আপন
যে ছিলো সুদূর গোপন
সে এসে আজ সহসা প্রাণে তুলে আনলো জোয়ার।
কী ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার।
ওরে গান গেয়ে যা...
যা সুর দিয়ে যা...
অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার।


---
কিশোর কুমারের গান
---