রবিবার, ১৩ জুন, ২০১০

অর্জন

প্রায়ই মনে হয় অনেক দিন বেঁচেছি। অনেক। অনেক বেশি।

ফুটপাতে কুড়িয়ে পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাদাকালো ছবির বইয়ে দেখা, সুঠাম কঙ্কালের ছবিগুলো এখনও চোখে ভাসে। ঝকঝকে ইউনিফর্ম। শুন্য চক্ষু-গহবর। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিলো যুবক ছেলেদের সংখ্যা। কতই বা বয়স হতো তাদের? ১৮-১৯-২০, কিংবা তার চেয়ে সামান্য বেশি!

অনেক হলো আমার।

একুশেই বিদায় নেয়া সুকান্ত’র অর্জন কি কম?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন