রবিবার, ২৬ ডিসেম্বর, ২০১০

সেই ডিসেম্বর, এই ডিসেম্বর

সময় কতই না দ্রুত কাটে।

বুড়োদের মুখেও শুনি, এইতো সেদিনের কথা, তোর জন্ম হলো! আমার জন্ম কি আজ হয়েছে? কেটে গেছে বছর ত্রিশের কাছাকাছি কোন একটা সময়। এক এক দুই তিন চার পাঁচ - এভাবে তিনশো পয়ষট্টিও বেশ কবার ঘুরে এসেছে। তবে এবারের মত নয়।

হাড় কাপানো শীতে, এই ডিসেম্বর- ২০১০।
গত ডিসেম্বর ২০০৯? কতটুকুই বা পার্থক্য? অনেক। অনেক বেশি। যেন মেরু থেকে মেরুতে। অবশ্য দু'জায়গাতেই শীত। যেই তিমির সেই তিমির। শুধু বেড়েছে- যাতনা, বিষাদ।

" নেভার রিয়েলাইজড বিফোর দ্যাট, আই অ্যাম সো ফিবল অ্যাট এভরিথিং।"


রাত বেজেছে তিন- কখনও চার পাঁচ- জেগে থাকা।  আর এখন, পালিয়ে বেড়াতে ঘুমিয়ে থাকা? কার কাছ থেকে?
নিজের কাছ থেকেই।

দ্য সেলফ প্রোক্লেইমড সেলফিস ডাম্ব- এস্কেপিস্ট।

একসময়ের প্রিয় উক্তি- কুকুরের মত একশো বছর বাচার চেয়ে সিংহের মত একদিন বাঁচা ভালো।

হাহ! এখন, প্রতিটা মুহুর্ত কোন রকম বেঁচে থাকাই চরম সার্থকতা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন