শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০০৮

কথোপকথন


... ক্রিং ক্রিং ক্রিং ...

“হ্যালো, ‘অমুক’ বলছেন?” ফোনে আকস্মিক কোমল তরুনীকন্ঠ!
“জী, বলছি।” অপ্রস্তুত পুরুষকন্ঠের জবাব!

“কেমন আছেন?”
“ভালো। আপনি?”
“ভালো। আচ্ছা, আপনার পুরো নাম তো ‘অমুক’ হাসান, তাই না?”
“জী।”
“ভালো, তো আপনি তো বুয়েট থেকে পাশ করেছেন? ”
“জী, ঠিক। গত বছর।”
“দেশের বাড়ি কোথায়? ”
“ঝিনাইদহ।”
“আপনারা ভাই-বোন ক’জন? ”
“তিন ভাই, তিন বোন।”
“আপনি সবার ছোট? ”
“হ্যাঁ, কেন বলুন তো? ”
“আচ্ছা, ঢাকায় কোথায় থাকেন?”
“মহাখালীতে বড়ভাইয়ের সংগে।”
“আপনার হাইট কত? ”
“ছয় ফিট দুই ইঞ্চি। আপনি কে বলছেন? আপনি কি XYZ কোম্পানী থেকে বলছেন, যেখানে আমি গত সপ্তাহে চাকরীর ইন্টারভিউ দিয়েছি? ”
“নাহ…! ”
“আপনাকে তাহলে এত কথা কেন বলছি? কে আপনি?? আমি তো ভেবেছি.....”
“আচ্ছা রাখি, পরে কথা হবে! ”

...খট...


“হায় হায় আমার ‘সর্বস্ব’ নিয়ে গেলো!”
অচেনা রমনীর সংগে আলাপচারিতা শেষে বন্ধুবরের প্রাথমিক অভিব্যক্তিটা এরকমই ছিলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন