শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১০

অমুক বাবু এবং সাদা/কালো

অমুক বাবু বাজারে চললেন
বহুদিনের সঙ্গী থলি হাতে ঝোলালেন।

শেষের দিকে পকেট টান
বড্ড ভোগায় মাসটি
এ মাস তো আরও মধুর
আজ জামাই ষষ্টি

বাবু বেজার হলেন
তবু বাজারে চললেন
বাবু বাজারে চললেন

টুকিটাকি কেনা শেষ
আসল তো মাছের বাজার
সাড়ে বিরাশি রুইয়ের কিলো
এটা কেমন ঠাট্টা হলো
আমি কি ব্লাক মার্কেটিয়ার
হনহনিয়ে গজগজিয়ে ফিরে চললেন
বাবু ফিরে চললেন...

পাশের বেপারি ডাকে, "আসুন স্যার,
আশিটাকায় রুইয়ের কিলো, এটাই মাছের আসল দাম
নিয়ে যান, বাবু নিয়ে যান।"

হৃষ্টচিত্তে দু'আঙ্গুলে চেপে ধরে টাকা
অমুক বাবু থলে বাড়ান। দোকানি কয়, কাকা
ভেবেছেন কি জীবনে,
সাদা বাজারটা কালোবাজারের মাত্র আড়াই টাকা পিছনে
মাত্র আড়াইটাকায় কালো সাদা হয়ে যায়...
মাত্র আড়াই টাকায় কালো সাদা হয়ে যায়...

বাবু অবাক হলেন তবুও বাজারে চললেন,
আমরা অবাক হবো, তবু---ও বাজারে যাবো!


লোপামুদ্রার এই অল্পপরিচিত গানের আগে বেশ কিছু কথা আছে, সেগুলো বেসুরো- অনেকটা বক্তৃতার ঢং-এ। উদ্দেশ্য বিপরীতার্থক শব্দের নৈকট্য নিয়ে সামান্য আলোচনা।

বেশি ভাবতে নেই।
নিশ্চয় মানুষকে দূর্বল করে সৃষ্টি করা হয়েছে।
বেশি ভাবলে নাকি মতিভ্রম ঘটে।
একাগ্রচিত্তে ভাবতে না পারলে, না ভাবাই ভালো।
কিংবা মনসুর হাল্লাজের মত।
কিতাবে পড়িনি, শুনেছি তার কথা।

যাইহোক, ইদানিং ভালো আর খারাপের মাঝে খুব অল্প পার্থক্য খুঁজে পাই।
খুবই অল্প।
আমাদের প্রতিদিনের করা কাজগুলোর মধ্যে কোনগুলো কল্যাণকর, আর কোনগুলো কল্যাণকর নয়, তা হয়তো এখনই বলা সম্ভব নয়। ভবিষ্যত বলবে।

সত্যিই কি তাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন