রবিবার, ৩ অক্টোবর, ২০১০

তুমি তাদের নাম দিলেনা

তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোন বিষন্ন সুর
সন্ধ্যেবেলায় যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়



আমি তাদের ছায়ার মত
তোমার খোঁজে অবিরত
শুন্যে হাঁটি শুন্যে ভাসি
না পাওয়ায় #######
রাতের তারায় একলা হাসি।

তুমি তাদের নাম দিলেনা
মনের ভুলে কেউ দিলোনা
তোমার দেয়া আমার কোন নাম ছিলোনা।।

### নামে যখন তখন
তোমার খোঁজে কী অকারণ
#### কী তা জানতে ###
আমার আশার মৃত্যু হলে
###############


------
অর্ণবের গান। গানের কথার অনেক খানিই বুঝিনা।
তবে সুরটা ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন