বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

পলায়নপর

ছোটবেলা থেকেই যখন যেটা করবার কথা সেটা করতে ভালো লাগতো না। তবে করেছি। বড় হবার সাথে সাথে সেটা করতে পারছি কম। বুয়েটে থাকার সময় যখন যেদিন যে পরীক্ষা থাকতো, তার আগের দিন অন্য বিষয় পড়তে ভালো লাগতো। এতে পরীক্ষা খারাপ হতো। এখন, যখন যে কাজ তখন সেটা না করে অন্যটা করতে ভালো লাগে। তবে করি। এতে বোধহয় কাজের মান কমে যায়। তবে কাজ হয়। তবে এ থেকে নিস্তার চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন