বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯

♫ ♫ ♫ বড় একা লাগে

১.

বড় একা লাগে এই আঁধারে
মেঘেরও খেলা আকাশ পারে।।

সারাটি দিনের কাজে
কি জানি কি ভেবে আমি
এমনে ছিলেম ভুলে এই বেদনাকে
কে যে বলে দেবে এই আমাকে

মেঘের খেলা আকাশ পারে।।

এই তো ভালো, ভাবি
একা ভুলে থাকা
থাকনা পড়ে পিছে এই পিছু ডাকা
চেনা অচেনাতে যাক না মিশে

মেঘের খেলা আকাশ পারে।।

২.

শ্রীকান্ত আচার্য্যের গলায় গানখানি শুনছি। তবে, এটি তার মৌলিক গান নয়! মান্না দের গলায় বোধহয় প্রথম গাওয়া। ‘চৌরঙ্গী’ ছবিতে। ছবিতে ছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া আর উৎপল দত্ত প্রমূখ।

1 টি মন্তব্য: